
ডিবি ক্রিয়াকলাপে ঢাকা পুলিশের প্রাক্তন শীর্ষ কর্মকর্তা.
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
শুক্রবার, ২০ জুন সন্ধ্যায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ ইকবাল বাহারকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে। পুলিশ তথ্য মতে, তাকে রাজধানীর বেইলি রোড এলাকায় অবস্থানরত একটি বাসা থেকে আটক করা হয়। ইকবাল বাহার সর্বশেষ রাজারবাগ টেলিকম বিভাগে অতিরিক্ত আইজিপি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম ‘জাগো নিউজ’কে নিশ্চিত করেছেন যে, ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে তাকে কোনো মামলায় কি অভিযোগে আটক রাখা হয়েছে, তা এখন পর্যন্ত পুলিশ জানায়নি।
আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে অতিরিক্ত আইজিপি পদে তাকে রাজারবাগ টেলিকমে বদলি করা হয়। ২০১৯ সালে তিনি স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেন।
📰 অন্য পত্রিকার হেডলাইন (প্রকৃত উৎস থেকে):
প্রথম আলো: “সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক”
সমকাল: “সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক”
কালবেলা: “সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক”
ঢাকা মেইল: “সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক”
Barta24: “সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক”