
স্কুল শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার দুই কিশোরী
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
রাজবাড়ী, বাংলাদেশ: রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে প্রকাশ্যে দুই স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দুইজনই স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, তারা প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত দুই ব্যক্তি তাদের পথরোধ করে। এদের মধ্যে একজন কিশোর, যার বাড়ি কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামে। অপরজন হাসমত আলী (১৮), তিনি একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে।
ভুক্তভোগীদের ভাষ্য মতে, অভিযুক্তরা পকেট থেকে ব্লেড বের করে জখমের ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজে নিয়ে যায়। সেখানেই তাদের ধর্ষণ করা হয় এবং কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে তারা পরিবারকে বিস্তারিত জানায়।
এক ধর্ষিতা ছাত্রীর বাবা জানান, “প্রকাশ্যে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। ধর্ষণের শিকার শিক্ষার্থীদের সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।”
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন:
– যুগান্তর: “স্কুল থেকে ফেরার পথে দুই ছাত্রীর ওপর হামলা, থানায় মামলা প্রস্তুতি”
– সমকাল: “রাজবাড়ীতে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, মামলা প্রক্রিয়াধীন”
– বাংলাদেশ প্রতিদিন: “পাংশায় দুই স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ”
– আমাদের সময়: “প্রকাশ্যে দুই ছাত্রীর ওপর হামলা, একজন অভিযুক্ত কিশোর”
– RisingBD: “রাজবাড়ীতে দুই ছাত্রীকে ধর্ষণ , মামলার প্রস্তুতি চলছে”