প্রতারণার মামলায় ইভ্যালির সিইও রাসেলকে তিন মাসের কারাদণ্ড

সাতক্ষীরা আদালত চেক প্রতারণার অভিযোগে মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনা জেলের সাজা ও চেকের সমপরিমাণ জরিমানা প্রদান করেছে, যা বাংলাদেশের আইনী ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

চেক প্রতারণার মামলায় সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাকে চেকে লেখা টাকার সমপরিমাণ জরিমানা করতে বলা হয়েছে।

রোববার বিকেলে বিচারক মো. হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ. বিএম. ইমরান এ খবর নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগানের শেখ আব্দুল ওয়াজেদের ছেলে শেখ তানজির আহমেদ ইভ্যালি থেকে একটি অ্যাপাচি ১৬০ সিসি সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অনলাইনে অর্ডার করে এর দাম পরিশোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল না পৌঁছায়।

তার পরিপ্রেক্ষিতে ইভ্যালি তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক দেন, যা নগদায়নের শেষ তারিখ ছিল ১১ জানুয়ারি ২০২২। বাদী চেকটি জমা দিলে ব্যালেন্স না থাকায় চেক পড়ে যায়।

তারপর তিনি ইভ্যালিকে আইনি নোটিশ পাঠান। ইভ্যালি ৩০ জানুয়ারি ২০২২ নোটিশ গ্রহণ করলেও, টাকা পরিশোধ করেনি।

অবশেষে, বাদী সাতক্ষীরা আমলী ১নং আদালতে রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা করেন। রায়ের সময় আসামি মোহাম্মাদ রাসেল আদালতে উপস্থিত ছিলেন না।


🔍 অন্য পত্রিকার হেডলাইনগুলি

প্রথম আলো: সাতক্ষীরার আদালতে ইভ্যালির রাসেলের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

ঢাকা ট্রিবিউন: সাতক্ষীরার আদালতে ইভ্যালির রাসেলের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বাংলানিউজ২৪: ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *