প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠক নাও হতে পারে

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি।

স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আয়োজনের কোনো সময় চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ সংসদ সদস্য এসেছিলেন, যিনি বিষয়টি নিশ্চিত করেছেন।’

তবে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। তিনি জানান, সময় ও সূচির সমন্বয় হলে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে ১০ জুন সকালে স্থানীয় সময় ৭টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক ইউনূস। সেখান থেকে সরাসরি তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান।

প্রেস সচিব আরও জানান, হোটেলটিতে দুপুর ১২টায় এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং ১২টা ৩০ মিনিটে মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক হয়।

পরে দুপুর ২টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক ও আপসানা বেগম। বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ইউনূস।

আজ বিকেল ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে তার আরও একটি বৈঠকের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রেস সচিবের সঙ্গে সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *