
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবেশী জুনেল মিয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় স্কুলছাত্রী নাফিসাকে গলা টিপে হত্যা করেছে, পুলিশ এ ঘটনায় তাকে গ্রেফতার ও স্বীকারোক্তি পেয়েছে।
নিউ ঢাকাআই টাইমস : ডেক্স রিপোর্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় তাসফিয়া নাফিসা জান্নাত আনজুম নামের এক স্কুলছাত্রীকে তার প্রতিবেশী জুনেল মিয়া গলা চেপে হত্যা করেছে। হত্যাকাণ্ড ঘটেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের পর। পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য এবং উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে জুনেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেই হৃদ্যতা গড়ে তোলার চেষ্টা এবং পরে হত্যার কথা স্বীকার করে।
জুনেল জানিয়েছে, আনজুম প্রতিদিন বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুল ও প্রাইভেটে যাতায়াত করত। সেই সুযোগে সে তার বন্ধু হওয়ার চেষ্টা করেছিল। ঘটনার দিন সকালে আনজুম প্রাইভেটে ফিরে বাড়ি ফিরছিল। তার পিছু নিয়ে কথা বলার সময় পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছড়ার পাশে মরদেহ ফেলে যায়। দুই দিন পর ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সূত্রপাত ১২ জুন সকাল ৭টা, যখন আনজুম প্রাইভেটে যেতে বের হয় এবং আর বাড়ি না ফেরে। ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাড়া খালে তার মরদেহ পাওয়া যায়।
অন্য পত্রিকায় প্রকাশিত হেডলাইন:
ইনডিপেনডেন্ট টেলিভিশন: “প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা”
খবরের কাগজ: “কোচিংয়ে গিয়ে ফেরা হলো না আনজুমের”
বৈশাখী নিউজ ২৪: “কুলাউড়ায় স্কুল ছাত্রীর হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন”