ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় কেন্দুয়ায় যুবক আটক

নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় ১৮ বছর বয়সী সুমন আহমেদকে আটক করেছে পুলিশ; সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সুমন আহমেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে জুলাই গণঅভ্যুত্থানকে কটূক্তি করে একটি পোস্ট করেন। পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক।

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে এলে ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার (২৮ জুন) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

অন্য পত্রিকার হেডলাইন:

বাংলা ট্রিবিউন: “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় যুবক আটক”

প্রথম আলো: ফেসবুকে আবু সাঈদকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে তরুণ আটক

ঢাকা ট্রিবিউন: আবু সাঈদকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এসএসসি পাশ শিক্ষার্থী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *