ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ নেতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে সংগঠন ও নেতাদের মাঝে বিরাজ করছে মতবিরোধ।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন শীর্ষস্থানীয় নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। তারা শনিবার (২৮ জুন) ও রোববার (২৯ জুন) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল এবং মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।

তাদের প্রত্যেকেই নিজেদের ফেসবুক পোস্টে প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে, তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জেনে। কিন্তু বর্তমানে সংগঠনের বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে ঝুঁকে পড়েছেন, যার ফলে সংগঠনটির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে একজন অরাজনৈতিক ছাত্র হিসেবে সংগঠনে থাকা তাদের নৈতিকভাবে সঙ্গত নয়। এজন্য তারা ব্যক্তিগত সিদ্ধান্তে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে মুখ্য সংগঠক পদত্যাগকারী সাইফুল ইসলাম মিলন বলেন, “আমরা নিজেরা ফেসবুকে জানিয়ে পদত্যাগ করেছি। আমাদের কারণগুলো ফেসবুক পোস্টেই বলা আছে। এর বাইরে কিছু বলতে চাই না।”

অপরদিকে, উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। তবে কেউ মনে মনে কোনো রাজনৈতিক মতকে সমর্থন করলে তাতে বাধা দেওয়া যায় না। পাঁচজন ফেসবুকে পদত্যাগ করেছে। তবে তারা কেন করেছে তা স্পষ্ট নয়। হয়তো কেউ তাদের বিভ্রান্ত করেছে।”

সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রিফাত বিন জামান বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছে। তবে তারা কোনো পদত্যাগপত্র আমাদের দেয়নি, শুধুমাত্র ফেসবুকে লিখেছে। যে অভিযোগ তারা তুলেছে, তা সঠিক নয়। সংগঠনটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।”

তিনি আরও বলেন, “কেউ সংগঠন ছাড়লে আমরা তাকে আটকাতে পারি না। তবে কেউ রাজনৈতিক দলে গেলে সেটি তার ব্যক্তিগত বিষয়। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।”


অন্য পত্রিকার হেডলাইন:

উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার পদত্যাগ — যুগান্তর

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ নেতা পদত্যাগ করেছেন
‎-কালবেলা
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক নেতার পদত্যাগ
‎- প্রথম আলো
‎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা
‎-সময় নিউজ
‎বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ
‎- সময় সমাচার
‎একসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ
‎-Bd24live
‎রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতার পদত্যাগ
‎- ঢাকা পোস্ট
‎অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার পদত্যাগ- BD Today
‎ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
‎-বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *