
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিংবদন্তি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন—যে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছি, সেই দেশেই আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাথায় প্রস্রাব করা হয়েছে। এমন বাংলাদেশে আমি আর বাঁচতে চাই না।
তিনি বলেন, আপনারা প্রার্থনা করুন, যেন আমার পিতার পায়ের নিচেই আমার কবর হয়। এই দেশ যেন মানুষের জন্য একটি আদর্শ দেশ হয়ে উঠে। আমি নিজে হয়তো তা দেখে যেতে পারিনি, তবে ভবিষ্যতের প্রজন্ম অন্তত যেন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিতে ও সম্মানে বসবাস করতে পারে।
এই কথাগুলো তিনি বলেন তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজার নামাজের আগে। রবিবার (৮ জুন) বাদ আছর, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
ওই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও তাঁর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার), সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ছেলে দ্বীপ সিদ্দিকী প্রমুখ।