
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান অভিযোগ করেছেন যে, বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাজনৈতিক সহিংসতার মধ্যে খুন ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কাজকে ‘বড় দল’ পরিচয়ের আড়ালে বৈধতা দেয়ার চেষ্টা করেছে।
গত শুক্রবার (৬ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তার ভাষায়, “এই অঞ্চলে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর যে সুবর্ণ সুযোগ এসেছিল, বিএনপি তা নিজের হাতেই নষ্ট করেছে। খুন ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও আমরা দলের সবচেয়ে ‘চিন্তাশীল’ নেতাদের মুখে ‘বড় দল’ হওয়ার অজুহাতে এসব কাজকে জাস্টিফাই করতে দেখেছি।”
তিনি আরও লেখেন, “গত আগস্টের পর থেকে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর হাতে নিজ দলের সদস্য, বিরোধী মতাবলম্বী ও সাধারণ মানুষ—সবমিলিয়ে হত্যাকাণ্ডের সংখ্যা শতক ছুঁয়েছে। লক্ষ্মীপুরে জামায়াতের নেতা মাওলানা কাউসারকে হত্যা তার সর্বশেষ প্রমাণ। তার একমাত্র অপরাধ ছিল সমাজবিধ্বংসী মাদকের বিরুদ্ধে কথা বলা। কোরবানি ঈদের আগেই মাওলানা কাউসার ও তার পরিবারের এই আত্মত্যাগ আল্লাহ যেন কবুল করেন।”