
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে সোমবার সকাল দশটায় একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় আনন্দঘন পরিবেশে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন ক্লাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকালে কলেজ মাঠে আয়োজিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজ ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাসরীন আক্তার। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে পরামর্শ দেন এবং ছাত্রদের পোশাকে ও চুলের স্টাইলে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিভাবকদের প্রতি বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। নবীনদের উদ্দেশে তিনি বলেন, প্রথম দিনের উৎসাহ যেন শেষ দিন পর্যন্ত টিকে থাকে, এজন্য শিক্ষক-শিক্ষার্থী সবার মিলিত প্রয়াস প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম এবং কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য লোকমান হোসেন মাস্টার। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক শফিউল্লাহ ভূইয়া, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন বক্তব্য দেন।
ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয় এবং অনুষ্ঠানটি রঙিন আবহে ভরে ওঠে। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কবিতা ও ছড়ার আবৃত্তিতে মঞ্চ কাঁপিয়ে তোলে শিক্ষার্থীরা। তরুণদের প্রাণচাঞ্চল্যে মুহূর্তেই ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জালাল উদ্দীন। অতিথিরা নবীনদের উদ্দেশে বলেন, শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষ হওয়ার পথ। নৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ।