বরখাস্তের পর পরিবহন মন্ত্রীর আত্মহত্যা, অর্থ আত্মসাতের অভিযোগে

অর্থ আত্মসাতের তদন্তে সম্ভাব্য জড়িত থাকার পর বরখাস্ত হন রোমান স্তারোভইৎ। এরপরই গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার হয় গাড়ি থেকে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

রাশিয়ার সদ্য বরখাস্ত হওয়া পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইৎকে মস্কোর বাইরে তার নিজের গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার রুশ তদন্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, স্তারোভইৎয়ের মরদেহে গুলির চিহ্ন রয়েছে এবং গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি তার নিজের অস্ত্র।

উল্লেখ্য, সোমবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রির মাধ্যমে তাকে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো কারণ সেই ডিক্রিতে উল্লেখ করা হয়নি। স্তারোভইৎ এক বছরের কিছু বেশি সময় পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২৪ সালের মে মাস পর্যন্ত তিনি ইউক্রেন সীমান্তঘেঁষা কুরস্ক অঞ্চলের গভর্নরের দায়িত্বে ছিলেন। সেই সময়ে অঞ্চলটিতে তীব্র সংঘর্ষ হয় এবং ইউক্রেনীয় সেনারা একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে বড় আকারে অভিযান চালায়।

চলতি বছরের এপ্রিল মাসে কুরস্ক অঞ্চলের বর্তমান গভর্নর আলেক্সেই স্মিরনভের বিরুদ্ধে সীমান্ত প্রতিরক্ষা খাতে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, রোমান স্তারোভইৎয়ের বরখাস্তের পেছনে এই দুর্নীতির তদন্তের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ সম্পর্কের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এদিকে, রাশিয়ার পরিবহন খাত বর্তমানে ব্যাপক চাপে রয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিমান খাতে যন্ত্রাংশ সংকট দেখা দিয়েছে এবং রেলওয়ের জন্য আন্তর্জাতিক ঋণ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

স্তারোভইৎ বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রেমলিন নতুন পরিবহনমন্ত্রীর নাম ঘোষণা করে। নভগোরোদ অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রে নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সাক্ষাতের একটি ছবি ক্রেমলিন থেকে প্রকাশও করা হয়েছে।

এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, যদি প্রেসিডেন্টের আস্থা হারানোর কোনো কারণ থাকতো, তবে তা ডিক্রিতে উল্লেখ থাকত। কিন্তু সেখানে এমন কিছু লেখা নেই।

নিকিতিনের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট মনে করেন আন্দ্রে নিকিতিনের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা পরিবহন মন্ত্রণালয় পরিচালনায় সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *