বাংলাদেশে নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ ইসলাম

লালমনিরহাটে পদযাত্রা শেষে পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিতে সংবিধান সংস্কার ও হাসিনার বিচার ছাড়া নির্বাচন অসম্ভব।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

লালমনিরহাটে পদযাত্রা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে বিদ্যমান সংবিধান ‘আওয়ামী সংবিধান’। এটি সংশোধন করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করা প্রয়োজন।

তিনি স্পষ্ট করেন, মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। তিনি মনে করেন, এমন নির্বাচন বাংলাদেশের জনগণও মেনে নেবে না।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এত মানুষের রক্ত আর আত্মত্যাগ শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য নয়। আমাদের দাবি, এটা যেন বাস্তব অর্থে জনগণের পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, মাফিয়া ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। হাসিনার দোসরদের প্রতিহত করতে হবে এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে হবে।”

তিনি অভিযোগ করেন, “বিগত সময় ধরে আমরা শুধু উন্নয়নের গল্প শুনেছি, বাস্তবে কোনো উন্নয়ন চোখে পড়ে না। শাসক বদলায়, কিন্তু লালমনিরহাটের মানুষের ভাগ্য বদলায় না।”

তিস্তা নদীর পানির যথাযথ ব্যবহার না থাকায় তিনি উত্তরাঞ্চল অবহেলিত হয়ে থাকার বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলনের ঘোষণা দেন।

তিনি বলেন, “ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে।” এ সময় তিনি দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে এনসিপি’র পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “গুম, খুন, হত্যার বিচার হয়নি। আমাদের ভাইকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তার বিচার হয়নি।”

তিনি তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ করে বলেন, “আপনাদের কাজ শুধু নির্বাচন নয়। সংস্কার, নতুন সংবিধান এবং হাসিনার বিচার না করে কোনো নির্বাচন হতে পারে না।”

পথসভাটি সঞ্চালনা করেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্য পত্রিকার হেডলাইন:

বাংলানিউজ২৪:
‎ নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
‎ইত্তেফাক:
‎বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না
‎প্রথম আলো:
‎জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
‎কালের কণ্ঠ:
‎বিচার-সংস্কার ছাড়া নির্বাচনে যাব না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *