বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর: প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেন মমতা

কবিগুরুর স্মৃতিরক্ষা নিয়ে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের অনুরোধ মুখ্যমন্ত্রীর

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

‎বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি একটি চিঠি দিয়ে প্রতিবাদ জানান। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‎চিঠিতে মমতা জানান, জীবদ্দশায় রবীন্দ্রনাথ বহুবার ওই বাড়িতে গিয়েছেন এবং সেখানেই বসে অসংখ্য সাহিত্য রচনা করেছেন। তাঁর ভাষায়, যে স্থাপনা ভাঙচুর হয়েছে, তা শুধুমাত্র একটি বাড়ি নয়—এটি ছিল ‘সৃজনশীলতার ঝরনা’। তাই প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আহ্বান জানিয়েছেন তিনি।

‎মুখ্যমন্ত্রী ঘটনাটিকে ‘বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক’ হিসেবে আখ্যা দেন। তাঁর মতে, এটি ভারতের গর্ব ও সংস্কৃতির ওপর একটি স্পষ্ট আঘাত। তিনি আরও বলেন, এই ভাঙচুর আমাদের সংবেদনশীলতা, ঐতিহ্য ও নস্টালজিয়ার উপর একটি নির্মম আঘাত।

‎চিঠিতে তিনি উল্লেখ করেন, “বাংলার মানুষের দৃষ্টিতে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরিদের ওপর সরাসরি হামলা। বাংলা ভাষা ও সাহিত্য তাঁর কাছে চিরঋণী।”

‎এ বিষয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে মমতা মোদিকে লেখেন, “প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে কঠোরভাবে কথা বলা জরুরি। অপরাধীরা যেন শাস্তি পায়, সেটি নিশ্চিত করা দরকার। কারণ ক্ষতিটা ইতোমধ্যেই অপূরণীয় হয়ে গেছে।”

‎তিনি আরও স্মরণ করিয়ে দেন, রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলার নন, তিনি গোটা বিশ্বের কাছে একজন মহান চিন্তাবিদ ও সাহিত্যিক।

‎এর আগে, মঙ্গলবার সিরাজগঞ্জের কাছারিবাড়িতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি বাড়িতে ঢুকে জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।

‎ঘটনার সূত্রপাত হয় বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে একটি দলের বাকবিতণ্ডা থেকে। অভিযোগ, সাইকেল রাখার টোকেন ইস্যু নিয়ে তর্ক বাধে যা পরে মারামারিতে রূপ নেয়। এক কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে।

‎পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করার কাজ চলছে। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর চিঠি যায় প্রধানমন্ত্রী মোদির কাছে।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
‎– আনন্দবাজার: “সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর, মোদিকে চিঠি মমতার”
‎– প্রথম আলো: “সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়িতে ভাঙচুর, পশ্চিমবঙ্গে প্রতিক্রিয়া”
‎– সংবাদ প্রতিদিন: “রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মোদিকে কড়া বার্তা”
‎– সমকাল: “স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, মোদিকে চিঠি দিলেন মমতা”
‎– The Telegraph India: “Mamata urges Modi to act on attack at Tagore’s house in Bangladesh”
‎– The Daily Star: “Vandalism at Tagore’s Sirajganj residence triggers Indian outrage”
‎– কালের কণ্ঠ: “রবীন্দ্রনাথের বাড়িতে হামলার ঘটনায় ভারতের উদ্বেগ”
‎– বাংলাদেশ প্রতিদিন: “সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়িতে তাণ্ডব, তদন্তে পুলিশ”
‎– Dainik Bhaskar: “Mamata writes to PM Modi over vandalism at Rabindranath Tagore’s ancestral house”
‎– BBC বাংলা: “বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর, পশ্চিমবঙ্গে ক্ষোভ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *