বাড্ডার ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সুমির অর্ধগলিত দেহ উদ্ধার, হত্যার ছায়া; পলাতক কথিত স্বামী রাসেল; পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত ত্বরান্বিত করলো।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

রাজধানীর উত্তর বাড্ডার একটি ছয়তলার মাঝের তলায় ভাড়া বাসা থেকে পটুয়াখালীর দুমকি উপজেলার বাসবুনিয়া গ্রামের মো. হানিফ হাওলাদারের কন্যা সুমি আক্তার (২৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।

পূর্বসূত্রে জানা গেছে, তিন মাস আগে সুমি তার কথিত স্বামী রাসেলের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে উত্তর বাড্ডায় বসবাস শুরু করেন। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে সোনামিয়া মাতব্বর রোডের চ-১০০ নম্বর বাসার তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম দৃষ্টিতে ধারণা করা হচ্ছে, তাঁকে পাঁচ–ছয় দিন আগে হত্যাকাণ্ডের শিকার হিসেবে ফেলে রাখা হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিছানার ওপর অর্ধগলিত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করা হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছে কথিত স্বামী রাসেল, যিনি ঘটনার পর থেকে পলাতক। তাঁর অবস্থান ও অজ্ঞাত জায়গায় পালিয়ে থাকার বিষয়েও তদন্ত চলছে।

নিহত সুমির পরিবার জানায়, বোনজামাই আরাফাত বলেছেন, “আমরা শুনেছি রাসেল ও সাকিব মিলে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে।” তাদের মতে, রাসেল সৌদি আরবে থাকা তাঁর ভাগ্নে সাকিবের সহায়তায় ঘটনাটি ঘটিয়েছে।

পুলিশ জানান একটি হত্যা মামলা দায়ের ও প্রক্রিয়াধীন রয়েছে। রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো রহস্য উদঘাটিত হবে।


অন্য পত্রিকা হেডলাইন

আরটিভি নিউজ: “বাড্ডায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, কথিত স্বামীর খোঁজে পুলিশ”

জাগোনিউজ২৪: “বাড্ডায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার”

কালবেলা: “বিছানার ওপর পড়ে ছিল সুমির অর্ধগলিত মরদেহ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *