
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলটির লক্ষ্য হলো বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার গঠন করা।
সোমবার বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের পতন ঘটলেও তারা এখনো দেশ ও দেশের বাইরে বসে নানা ষড়যন্ত্র করে চলেছে। বিভিন্ন উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ। সেখানে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সালাহউদ্দিন আহমেদ জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন।