বিএনপি হয়তো ভাবছে তারা ক্ষমতায় আসায় সব প্যাকেজ নিয়ন্ত্রণ করবে!

সারজিস আলম বলেন, বিএনপির শর্ত ‘১০ বছরের মেয়াদ অথবা এনসিসি’র মধ্যে দেশের স্বার্থ না দিয়ে দলের স্বার্থ প্রাধান্য পাচ্ছে, যা বাংলাদেশের গুণগত বহুল আলোচিত ইস্যু।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, বিএনপি যখন ‘প্রধানমন্ত্রীর পদ সর্বোচ্চ ১০ বছর’ এবং ‘এনসিসি গঠন’—এই দুই বিকল্পের মধ্যে কোনো একটিতে দেশকে বাধ্য করছে, তখন দলের স্বার্থ দেশের থেকে বেশি প্রাধান্য পাচ্ছে।

২৫ জুন (বুধবার) ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ১০ বছরের মেয়াদে একমত। তবে তিনি বলেন, “যদি এনসিসি’র মতো কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাহী ক্ষমতা কমানো হয়, তাহলে মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না।” তিনি এই অবস্থানকে ‘শর্তসাপেক্ষ’ হিসেবে বর্ণনা করেন।

সারজিস ব্যাখ্যা করেন, এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল হবে নির্বাচন কমিশন, PSC, দুদকসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য গঠিত হবে। এই কাউন্সিলে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং রাষ্ট্রপতির প্রতিনিধি থাকবেন। ফলে এসব প্রতিষ্ঠানে দলীয় প্রতিপত্তি থেকে বিরত থেকেও যোগ্যতা ভিত্তিক নিয়োগ হবে। এতে নির্বাচন ডাকাতি, দুদক থেকে অর্থ লুটপাট বা PSC প্রভাবিত করে নিয়োগ ঘটবে না।

তিনি বলেন, “যদি বিএনপি ‘১০ বছরের মেয়াদ’ না নিয়ে ‘এনসিসি’ চায়, তাহলে দেশের স্বার্থ না রেখেই দলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।” তিনি সতর্ক করে বলেন, বিএনপির উচিত হবে ক্ষমতায় না থেকে নিরপেক্ষ থেকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। কারণ একটি দল সব সময় ক্ষমতায় থাকবে না।

সারজিস আরও বলেন, “যদি এনসিসি আর ১০ বছরের মেয়াদ মুখোমুখি হয়, তবে দেশের স্বার্থে আমি নির্দ্বিধায় এনসিসিকে বেছে নেব।” তিনি বিশ্বস্তভাবে যোগ করেন, “মৌলিক সংস্কারে কোনো আপস নয়।”


📰 অন্য পত্রিকার হেডলাইন

ইত্তেফাক: “বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে: সারজিস”

জনকণ্ঠ: “দেশের স্বার্থে মৌলিক সংস্কারের প্রশ্নে বিন্দুমাত্র আপোস নয়”

কালবেলা: “‘বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *