বিমানের উড্ডয়নের সময় দৌড়ে রানওয়েতে প্রবেশ, ইঞ্জিনে ঢুকে প্রাণ গেল ব্যক্তির

মিলানের বার্গামো বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তি ইঞ্জিনে ঢুকে প্রাণ হারান, নিরাপদে রয়েছেন বিমানের ১৫৪ যাত্রী ও ৬ ক্রু সদস্য।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ইতালির মিলান শহরের বার্গামো বিমানবন্দরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। উড্ডয়নের সময় দৌড়ে রানওয়েতে প্রবেশ করেন এক ব্যক্তি। মুহূর্তেই বিমানের ইঞ্জিনের ভেতর টেনে নেয় তাঁকে, এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। সিএনএন-এর সহযোগী চ্যানেল স্কাই টিজি২৪ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিমানটি স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের আস্তুরিয়াস শহরের দিকে যাত্রা শুরু করছিল তখনই এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর কর্মকর্তারা জানান, উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। হঠাৎই এক ব্যক্তি দৌড়ে টারমাকে প্রবেশ করেন এবং বিমানের বাতাসের প্রবল টানে ইঞ্জিনে ঢুকে পড়েন।

স্প্যানিশ বিমান সংস্থা ভোলোটিয়া জানায়, নিহত ব্যক্তি বিমানে থাকা কোনো যাত্রী বা সংস্থার সঙ্গে জড়িত কেউ নন। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

ভোলোটিয়া আরও নিশ্চিত করেছে, বিমানে থাকা মোট ১৫৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ আছেন। তাঁদের মানসিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।

তদন্তের স্বার্থে একটি বিশেষ কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কীভাবে ওই ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রানওয়েতে পৌঁছালেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ নিয়ে জানতে সিএনএন যোগাযোগ করেছে মিলান বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে। তবে তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচলে বিলম্ব হয়। তবে দুপুরের মধ্যেই ট্রানজিট হাবটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।

সূত্র:
Sky TG24, CNN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *