
পাবনার বেড়ায় বিয়ের চাপ সহ্য করতে না পেরে এক যুবক নিজের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলেছেন। বর্তমানে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
পাবনা জেলার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে ২৬ জুন (বুধবার) একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। নাজমুল হোসেন (২২), পেশায় এস্কেভেটর চালক, পরিবারের বিয়ের চাপ সহ্য করতে না পেরে নিজের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলেন। তিনি ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে।
পরিবার ও প্রতিবেশীদের মতে, নাজমুলের বড় বোনের বিয়ে হয়েছে, তবে ছোট দুই বোন এখনও অবিবাহিত। পরিবারের পক্ষ থেকে প্রায়ই তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হতো, কিন্তু তিনি রাজি হতেন না। ঘটনার দিন দুপুরে বিয়ের প্রসঙ্গে কথা কাটাকাটি হলে, নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলেন।
তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সময় ক্ষেপণের কারণে বিচ্ছিন্ন অণ্ডকোষ পুনঃসংযুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, নাজমুলের নানা, দুলাভাই ও মা প্রায়ই তাকে বিয়ের কথা বলতেন। ঘটনার দিন কেউ তাকে ‘হিজড়া’ বলেছিল, যা তাকে মানসিকভাবে আঘাত করে থাকতে পারে।
কৈটলা ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য রফিক জানান, ঘটনার পর তাকে ঢাকায় নেওয়া হলে পুলিশ কেস হওয়ায় তাৎক্ষণিক ভর্তি সম্ভব হয়নি। ছয় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় তার বিশেষ অঙ্গ পুনঃসংযুক্ত করা যায়নি।
নাজমুলের বাবা জানান, “যুবক ছেলেকে সবাই বিয়ের কথা বলবে এটাই স্বাভাবিক। ওর নানা ও দুলাভাই মাঝে মধ্যে বিয়ের কথা বলতো। তবে ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসা করানোর পর সে অনেকটা মানসিকভাবে সুস্থ ছিলো। কিন্তু কি কারণে এমন কাজ করলো আমরা বুঝতে পারছি না।”
পাবনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম বলেন, “নাজমুলের অস্ত্রপচার ঢাকা মেডিকেল কলেজেই সম্পন্ন হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি।”
অন্য পত্রিকার হেডলাইন:
১. “বিয়ের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মঘাতী সিদ্ধান্ত” – দৈনিক যুগান্তর
বিয়ের চাপ দেওয়ায় নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন যুবক — এনটিভি অনলাইন, ৬ জুলাই ২০২৫
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কাটলেন যুবক — কালের কণ্ঠ, ৫ জুলাই ২০২৫
বিয়ের জন্য চাপ দেওয়ায় পাবনায় নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক — চ্যানেল আই নিউজ, ৬ জুলাই ২০২৫
বিয়ের চাপে নিজের অঙ্গ কেটে ফেলল যুবক! — চ্যানেল ২৪, ৭ জুলাই ২০২৫
বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ায় নিজের সর্বনাশ করলেন যুবক — কালবেলা, ৬ জুলাই ২০২৫