
মাগুরার মহম্মদপুরে অপহরণের শিকার স্কুলছাত্র সিয়াম কৌশলে মাইক্রোবাস থেকে পালিয়ে ঝিনাইদহে আশ্রয় নেয়; পরে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
মাগুরার মহম্মদপুর উপজেলার কাওড়া গ্রামের বাসিন্দা এবং বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাহেদ আহম্মেদ সিয়াম (১৪) উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার মাধ্যমে অপহরণকারীদের কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিয়াম তার স্কুলে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। অপহরণকারীরা তাকে অজ্ঞান করে ফেলে এবং মাইক্রোবাসে রেখেই একপর্যায়ে তাদের একজন প্রস্রাব করতে বাইরে গেলে, সিয়াম সেই সুযোগে আল্লাহর রহমতে কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
পালানোর সময় অপহরণকারীরা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সিয়াম দৌড়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত ঝিনাইদহ সদরের আমতলা বাজার এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির বাসিন্দারা সিয়ামের কাছ থেকে তার চাচার মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন এবং ঘটনাটি বিস্তারিত জানান।
খবর পেয়ে সিয়ামের পরিবার ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশের একটি দল সিয়ামকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করেছে এবং তাকে তার বাবা ও চাচার হেফাজতে দেওয়া হয়েছে।
অন্য পত্রিকার হেডলাইন:
উপস্থিত বুদ্ধির জোরে অপহরণ থেকে রক্ষা পেলো সিয়াম – Jagonews24
মাগুরা থেকে অপহরণের শিকার স্কুলছাত্র ঝিনাইদহে উদ্ধার – Barta24
কৌশলে অপহরণকারীর কাছ থেকে বাঁচল কিশোর – Risingbd.com