বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সভাপতি নির্বাচিত হলেন দাউদকান্দির সন্তান ইউনুছ সরকার

যুক্তরাষ্ট্রে ঘোষিত বৃহত্তর কুমিল্লা সমিতি ইনকের নতুন কমিটিতে দাউদকান্দির তালেরছেও গ্রামের সমাজসেবক ইউনুছ সরকার সভাপতি নির্বাচিত হয়েছেন; স্থানীয় ও প্রবাসীদের শুভেচ্ছা অব্যাহত।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দাউদকান্দি উপজেলার তালেরছেও গ্রামের কৃতি সন্তান, খ্যাতনামা ব্যবসায়ী ও সমাজসেবক ইউনুছ সরকার। গতকাল ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ায় তালেরছেও প্রগতি সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে ইউনুছ সরকারকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগঠনটির সৌদি আরব শাখার সভাপতি মাহবুব হাসান ভূইয়া সুমন এক বার্তায় বলেন, “দাউদকান্দির এই কৃতি সন্তানকে সভাপতি নির্বাচিত করায় আমরা গর্বিত; তাঁর নেতৃত্বে প্রবাসী কুমিল্লাবাসীর ঐক্য আরও দৃঢ় হবে।”

ইউনুছ সরকার পূর্বে তালেরছেও প্রগতি সমাজকল্যাণ সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দাউদকান্দির তালেরছেও গ্রামের সরকার বাড়ির আব্দুর রব সরকারের সন্তান। সমাজকল্যাণ, শিক্ষা ও মানবিক উন্নয়নে তাঁর অনন্য অবদান স্থানীয় ও প্রবাসী কুমিল্লাবাসীর কাছে বিশেষভাবে সমাদৃত।

এলাকার মানুষের প্রত্যাশা, ইউনুছ সরকারের নেতৃত্বে প্রবাসী কুমিল্লাবাসীর কল্যাণমূলক উদ্যোগ আরও প্রসারিত হবে এবং ঐক্য ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *