বোনের সহযোগিতায় জোরপূর্বক মদপান করিয়ে শালিকে ধর্ষণ করল দুলাভাই।

মানিকগঞ্জে বোন ও দুলাভাই মিলে তরুণীকে জোর করে মদপান করিয়ে ধর্ষণের অভিযোগ, ছবি ও ভিডিও সর্ষার হুমকি‑ধমকির মধ্যে থানা অভিযোগ।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

মানিকগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে তার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন ছত্তার মিয়া (৪০) ও তার স্ত্রী রুনা আক্তার (৩০)। ছত্তার মিয়া ভুক্তভোগীর দুলাভাই এবং রুনা আক্তার ভুক্তভোগীর বড় বোন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর এক সকালে ছত্তার মিয়া ফোন করে জানান, তার স্ত্রী গর্ভবতী। এ উপলক্ষে ভুক্তভোগীকে বাড়িতে আমন্ত্রণ জানান। ওইদিন দুপুরে তরুণী তাদের বাড়িতে যান। কিছুদিন পর, গত বছর ১৬ ডিসেম্বর রাতে ছত্তার, তার স্ত্রী রুনা ও আরও একজন স্ত্রী সোনিয়া মিলে ভুক্তভোগীকে জোরপূর্বক মদ খাইয়ে অचেতন করে ফেলেন। সকালে যখন জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে একটি ঘরে ছত্তার মিয়ার পাশে দেখতে পান। তার শরীরের কাপড় এলোমেলো। বুঝতে পারেন, তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এক পর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন, ছত্তার মিয়া ধর্ষণের সময় তার অশ্লীল ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেছেন এবং সেগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এরপর থেকে তিনি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক জোরপূর্বক স্থাপন করেন।

সবশেষ বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে ‘কাঠ গোলাপ’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার কিছু ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয়। এরপরই তিনি থানায় অভিযোগ করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “এক তরুণী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”


🔍 অন্যান্য পত্রিকার হেডলাইন

জাগোনিউজ২৪: শ্যালিকাকে মদপান করিয়ে ধর্ষণ, সহযোগিতা করেন স্ত্রী

২৪আপডেটনিউজ: শ্যালিকাকে দুলাভাইয়ের ধর্ষণ, বড় বোনের সহায়তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *