
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ধরা পড়েন পিরোজপুরের যুবলীগ নেতা
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে ধরা পড়েছেন পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেল। বিমানবন্দরে আটক হওয়ার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে চেকিং চলাকালে সোহেলকে আটক করা হয়। তখন তার পাসপোর্ট জব্দ করা হয় এবং ইমিগ্রেশন পুলিশ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানায়। তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরপর বিমানবন্দর থানা তাকে হেফাজতে নিয়ে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার হওয়া নাজিমউদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ‘নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। প্রতিটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– যুগান্তর: “ভারত পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার”
– বাংলাদেশ প্রতিদিন: “পিরোজপুর যুবলীগ নেতা সোহেল বিমানবন্দরে গ্রেপ্তার”
– সমকাল: “১৪ মামলার আসামি শাহজালালে গ্রেপ্তার”
– আমাদের সময়: “বিস্ফোরক মামলার আসামি বিমানবন্দরে ধরা”
– ইনকিলাব: “নাজিমউদ্দিন সোহেল গ্রেপ্তার, রয়েছে ১৪টি মামলা”