ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, প্রশ্ন উঠল ভারতে

ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জসওয়াল সরাসরি শেখ হাসিনার প্রসঙ্গে কিছু না বললেও বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তব্য দিয়েছেন।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না—এই প্রশ্ন আবারও উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার (১২ জুন) অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার দাবি করেছে, শেখ হাসিনাকে ফেরত চায় এবং সে অনুযায়ী ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে। অথচ ভারত এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রশ্নের উত্তরে মুখপাত্র রণধীর জসওয়াল শেখ হাসিনার নাম উল্লেখ না করেই বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি জানান, ভারত চায় দুই দেশের মধ্যে আরও ইতিবাচক ও গভীর সম্পর্ক গড়ে উঠুক, যা উভয় দেশের জনগণের প্রত্যাশা ও স্বার্থকে প্রতিফলিত করবে।

ব্রিফিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন জসওয়াল। তিনি আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এতে বহু মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না আসলেও বিষয়টি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করতে পারে।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “ভারতের ব্রিফিংয়ে শেখ হাসিনা ইস্যুতে মন্তব্য এড়াল দিল্লি”
– কালের কণ্ঠ: “ভারত বলল, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো”
– যমুনা নিউজ: “ভারত মুখ খুলল না শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে”
– বাংলাদেশ প্রতিদিন: “ভারতের ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রসঙ্গে এড়ানো মন্তব্য”
– বিবিসি বাংলা: “ভারতে আশ্রয়ে শেখ হাসিনা, ফিরিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন”
– চ্যানেল ২৪: “শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি ভারত? মুখ খুললেন জসওয়াল”
– সময় নিউজ: “শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ, ভারত দিল না উত্তর”
– ডেইলি স্টার: “India Silent on Hasina’s Repatriation Request”
– দেশ রূপান্তর: “ভারতের সাপ্তাহিক ব্রিফিংয়ে আলোচনায় বাংলাদেশ”
– ইনকিলাব: “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে নেই শেখ হাসিনার নাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *