
ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে তানোর যুবলীগ সাধারণ সম্পাদক মো. যুবায়ের ইসলামকে আটক করে পুলিশ।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার সময় রাজশাহীর তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. যুবায়ের ইসলাম (৫৯) কে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনে পাসপোর্ট স্ক্যান করার সময় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ রমজান আলী জানান, আজ মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশনে আসেন তিনি।
এরপর পাসপোর্ট স্ক্যান করার সময় দেখা যায় তার নামে তানোর থানায় মামলা রয়েছে। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, তিনি কালো তালিকাভুক্ত। তাকে গ্রেফতার করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন কর্মকর্তা তারেক জানান, ইমিগ্রেশনে যুবায়ের ইসলামের পাসপোর্ট স্ক্যান করে দেখা যায় তার মামলার তথ্যে রয়েছে।
গ্রেফতার যুবায়ের দাবি, তিনি ক্যান্সারের রোগী এবং চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। এর আগেও ছয় মাস আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকলেও তিনি জামিনে আছেন বলে জানান।
তিনি রাজশাহী তানোর উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবু বাককারের ছেলে।
🗞 অন্য পত্রিকার হেডলাইন
নিচে প্রকৃত উত্স থেকে সংগৃহীত হেডলাইনগুলো দেয়া হলো:
কালবেলা: “ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার”
Channel 24: ” ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।”
জাগো নিউজ ২৪: “ভারতে পালানোর সময় চেকপোস্টে যুবলীগ নেতা গ্রেফতার”
মানবকণ্ঠ: “দর্শনা চেকপোস্ট থেকে তানোর উপজেলা যুবলীগ সেক্রেটারি আটক”
যায়যায়দিন: “ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার”
দৈনিক ইনকিলাব: “চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের আটক”
নাগরিক টিভি: “ভারতে পালানোর চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ”