
সচিবালয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য পুনর্বাসন কেন্দ্র উন্নয়নে আর্থিক অনুদান বিতরণ শেষে ভারত ও মিয়ানমার থেকে মাদক পাচার বন্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে মাদক পাচারের উৎস হিসেবে ভারত থেকে ফেনসিডিল তৈরি হয় বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র উন্নয়নের জন্য সরকারি অর্থ অনুদান বিতরণ অনুষ্ঠানের পর এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে মাদক পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা দেশে প্রবেশ করে।’ তবেো এই দুই উপদেষ্টা দুটি সমস্যার মোকাবেলায় সরকারের নানামুখী পদক্ষেপের কথা জানান।
আগামীতে ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল এবং ইয়াবা প্রবেশের পথ বন্ধ করতে কূটনৈতিক যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশ এখনো শক্তভাবে দু’টি সমস্যা—দুর্নীতি ও মাদক—নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে সরকার পলিসি ও নিরাপত্তা জোরদারে দৃঢ়ভাবে কাজ করছে।
🗞️ অন্য পত্রিকার হেডলাইন
যুগান্তর: “ভারত সীমান্তে ফেনসিডিল উৎপাদন করে: স্বরাষ্ট্র উপদেষ্টা”
ঢাকা পোস্ট: “সীমান্তে ফেনসিডিল কারখানা এবং ইয়াবা পাচার প্রতিরোধে আলোচনা হবে: জাহাঙ্গীর আলম”
নয়া দিগন্ত: “ভারতের সঙ্গে বৈঠকে ফেনসিডিল ও ইয়াবা নিয়ে কঠোর আলোচনা হবে”