
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) দুপুরে জনতার বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা হয়। মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং গ্রেপ্তার হওয়া নজর উদ্দিন নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন এজাহারভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩১ মে জনতার বাজার পশুর হাট অপসারণে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিদের ধরতেই পুলিশের ওই অভিযান চালানো হয়েছিল। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। সে মামলায় এজাহারভুক্ত ৪২ জন আসামি ও অজ্ঞাত ১০০-১৫০ জন আসামি ছিলেন।
অন্য পত্রিকার হেডলাইন:
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮ – Dhaka Post
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, অতঃপর… – কালের কণ্ঠ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮ – Bd24live
নবীগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপর হামলা : যৌথ অভিযানে আটক ১৩ – নয়া দিগন্ত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮ – Barta Bazar