মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, নালিতাবাড়ীতে মামলা

শেরপুরের নালিতাবাড়ীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে এখনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

‎নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

‎বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলেও, অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি।

‎ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে।

‎স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় দুই মাস ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী বারোমারী বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। তার পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও, বাজারের দোকানদারদের সহানুভূতিতে দুই বেলা খাবার পেতেন তিনি। রাতে দোকানের বারান্দা বা আশপাশের জায়গায় রাত্রিযাপন করতেন।

‎ঘটনার দিন রাত ২টার দিকে উপজেলার কালাপানি এলাকার বাসিন্দা জনু মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫) ওই নারীকে জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎এ সময় বাজারের পাহারাদাররা জালালকে ধরে ফেলেন। পরে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেন।

‎স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ শনিবার (২৮ জুন) রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে থানায় নিয়ে আসে। পরদিন রোববার (২৯ জুন) থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়।

‎নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ওই নারীকে থানায় নিয়ে আসি এবং শারীরিক পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠাই। ইতোমধ্যে ধর্ষণের মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

‎পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

‎অন্য পত্রিকার হেডলাইন:
‎ সময় নিউজ: মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, নালিতাবাড়ীতে মামলা

শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ‘ধর্ষণ’, থানায় মামলা – Somoy Tv

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা – দৈনিক সংবাদ প্রতিদিন

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার – সকালের খবর ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *