
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মামলা বাণিজ্যের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি থানায় মামলা ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, মামলা বাণিজ্যে পুলিশ সদস্য কিংবা অন্য কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে অনেককে এর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে।
তিনি বলেন, কোনো কোনো থানায় মামলা ও আসামির সংখ্যা অধিক হওয়ায় তদন্তে কিছুটা সময় লাগছে।
পরিদর্শনের বিষয়ে তিনি আরও জানান, দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকায়, পুলিশ সদস্যদের ভাড়া করা স্থানে কাজ করতে হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পুলিশ সদস্যদের থাকার ও খাওয়ার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই আজকের এই পরিদর্শন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর মোহাম্মদ নাসির উদ্দিন, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদসহ গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।