
ডেক্স রিপোর্ট | নিউ ঢাকা টাইমস
ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে হঠাৎ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় কর্মী। মুখে মাস্ক পরে শেখ হাসিনার নামে স্লোগান ও বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে দাবি তোলার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভাদাইলের পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. ইব্রাহিম (১৮), চিলগাছা, কাজীপুর, সিরাজগঞ্জ
২. মো. নাজমুল খান (১৮), এনায়েতপুর, সিরাজগঞ্জ
৩. মো. ইব্রাহিম (১৮), ভাদাইল পূর্বপাড়া, আশুলিয়া
৪. আবদুল্লাহ নয়ন (১৮), পবনারটেক, আশুলিয়া
৫. মো. ইসমাইল হোসেন রনি (১৮), পুলর, গৌরীপুর, ময়মনসিংহ
৬. মো. তুষার মিয়া (১৮), ধর্মপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
পুলিশ জানায়, এরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া থাকত এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলামের পক্ষ নিয়ে “শেখ হাসিনা ফিরবে” বলে স্লোগান তোলে এবং ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে পদত্যাগের আহ্বান জানায়।
ঘটনার সময় তারা মাস্ক পরা অবস্থায় মিছিল করে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলেও পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্যসূত্র: বার্তা বাজার