মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হয়, একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে

ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গঠনের আহ্বান পাকিস্তানের

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে ইসলামাবাদ থেকে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।

শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে বক্তব্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘আমরা ইরানের পাশে আছি এবং আন্তর্জাতিক পরিসরে তাদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করব।’ তিনি আরও জানান, ‘ইসরায়েল কেবল ইরান নয়, বরং ফিলিস্তিন ও ইয়েমেনকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এখন মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে।’

আসিফ মুসলিম বিশ্বের সব দেশকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। সেই সঙ্গে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-কে জরুরি বৈঠকের জন্য অনুরোধ করেন, যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায়। তার ভাষায়, ‘এখন সময় সম্মিলিত প্রতিরোধ গঠনের। আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয়।’

এদিকে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের ওপর ইসরায়েলের এই হামলা সরাসরি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইরানের পাশে রয়েছি।’

উল্লেখ্য, ইরান ও পাকিস্তানের মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশই দীর্ঘদিন ধরে সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সম্প্রতি সীমান্ত এলাকায় নিরাপত্তা সহযোগিতাও বেড়েছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা দুই দেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে দিচ্ছে।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র
– বিডিনিউজ২৪: “ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান কঠোর”
– বাংলাট্রিবিউন: “ইরানকে পূর্ণ সমর্থন পাকিস্তানের, মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক”
– ইনকিলাব: “ইসরায়েলকে প্রতিহত করতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের”
– দ্য ডেইলি স্টার: “Pakistan shows full support for Iran against Israeli aggression”
– নয়া দিগন্ত: “ইসরায়েল-ইরান উত্তেজনা: পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *