
সিরাজগঞ্জের ভাঙাবাড়ি ও সর্দারপাড়ায় তিন দিনের সহিংসতার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৭, এলাকায় ফিরছে স্বস্তি
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
সিরাজগঞ্জ, বাংলাদেশ — সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙাবাড়ি ও সর্দারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা শুক্রবার (১৩ জুন) রূপ নেয় সংঘর্ষে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিন দিন ধরে চলা সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়।
এই অভিযানে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন নেতৃত্ব দেয়, সাথে ছিল পুলিশের বিভিন্ন ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভাঙাবাড়ি ও সর্দারপাড়ার গুরুত্বপূর্ণ স্থান ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। অভিযানের সময় বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হেলমেট ও লাঠিসোঁটা উদ্ধার করে যৌথবাহিনী। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র আগের সংঘর্ষে ব্যবহৃত হয়েছে এবং পরবর্তীতে সংঘর্ষের জন্যও প্রস্তুত রাখা হয়েছিল।
এলাকাবাসী জানিয়েছেন, সংঘর্ষের কারণে দোকানপাট বন্ধ ছিল, রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছিল এবং রাতের সময় চলাফেরা প্রায় বন্ধ হয়ে পড়ে। যৌথবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পুরো এলাকা নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংঘর্ষে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– যমুনা নিউজ: “সিরাজগঞ্জে সংঘর্ষের পর যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ১৭”
– বিডিনিউজ২৪: “ভাঙাবাড়ি-সর্দারপাড়ায় সংঘর্ষে উত্তপ্ত পরিবেশ, সেনা অভিযান”
– চ্যানেল ২৪: “সিরাজগঞ্জে সহিংসতা ঠেকাতে যৌথবাহিনীর অভিযান, উদ্ধার দেশীয় অস্ত্র”
– বাংলা ট্রিবিউন: “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান”
– ডেইলি অবজারভার: “Joint Forces Raid in Sirajganj: 17 Arrested, Huge Cache of Arms Seized”