রাইফেল থাকলেও পুলিশের কাছে থাকবে না ভারী ‘মারণাস্ত্র’: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষায়িত বাহিনীর কাছে ভারী অস্ত্র থাকবে, জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ের পুলিশের হাতে রাইফেল থাকলেও তাদের কাছে ভারী মারণাস্ত্র দেওয়া হবে না।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এরপর র‍্যাব-১ কার্যালয় ঘুরে দেখার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তিনি বলেন, ভারী অস্ত্র থাকবে শুধুমাত্র বিশেষায়িত ইউনিট যেমন এপিবিএনের কাছে। বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, গত ১১ মাসে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে জনগণ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে, শুধুমাত্র কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া।

এ সময় তিনি জানান, এপিবিএনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে পরিবহনের সংকট। তাদের জন্য ২০০টি গাড়ি সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে, তাদের আবাসন ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও থানা পুলিশের আবাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল, যা উন্নয়নের চেষ্টা চলছে।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিচালনায় প্রস্তুত রয়েছে। বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা নিয়ে বলেন, এ ধরনের ছোটখাটো ঘটনা ঘটতেই পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা যানজট সমস্যার কথাও স্বীকার করে বলেন, একটি দেশের মোট ভূমির ২০ শতাংশ রাস্তা হিসেবে থাকলেও বাংলাদেশে সেটা ৭ শতাংশের নিচে। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট সমস্যা বাড়ছে, তবে সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র
– যুগান্তর: “পুলিশের হাতে ভারী অস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা”
– সমকাল: “এপিবিএনের জন্য আনা হচ্ছে ২০০ গাড়ি”
– বাংলাদেশ প্রতিদিন: “ঈদ শান্তিপূর্ণ হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা”
– ইত্তেফাক: “জানজট থাকবে, চেষ্টা চলছে সমাধানের: জাহাঙ্গীর আলম”
– ডেইলি স্টার: “Heavy weapons only for special units: Home Advisor”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *