রাজধানীর কর্মজীবী হোস্টেল থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার দোহারে কর্মরত ব্যাংক কর্মকর্তা রিয়া আক্তার শান্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

রাজধানী বাংলাদেশের নীলক্ষেত এলাকায় একটি কর্মজীবী মহিলা হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার দোহার উপজেলার অগ্রণী ব্যাংকে চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, নিহত রিয়া বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে। তিনি ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল’-এ বসবাস করতেন।

আজ রবিবার বিকেল ৪টার দিকে হোস্টেলের কক্ষে অচেতন অবস্থায় পাওয়া রিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসনি মোবারক জানান, দুপুরে খবর পেয়ে হোস্টেলে পৌঁছে দেখা যায়, ওই নারী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, রিয়া আক্তার কেন আত্মহত্যা করলেন, সেটি এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন:
– বাংলাট্রিবিউন: “নীলক্ষেতের মহিলা হোস্টেলে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ”
– যুগান্তর: “রাজধানীতে কর্মজীবী নারী হোস্টেলে রহস্যজনক মৃত্যু”
– বাংলাদেশ জার্নাল: “হোস্টেলে নারীর ঝুলন্ত মরদেহ, পরিবারকে জানানো হয়েছে”
– সমকাল: “ঢাকায় হোস্টেল কক্ষে নারীর মরদেহ”
– কালের কণ্ঠ: “মহিলা হোস্টেলে ব্যাংক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *