
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহ থেকে প্রাণ হারালেন দিনমজুর মনির হোসেন
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ: রান্নার ধোঁয়া নিয়ে শুরু হওয়া পারিবারিক কথাকাটাকাটি শেষ হলো মৃত্যুতে। এতে মনির হোসেন (৩৫) নামের এক দিনমজুর প্রাণ হারিয়েছেন। রবিবার (১৫ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার বিস্তারিত:
নিহত মনির সদর উপজেলার উড়শিউড়া এলাকার বাসিন্দা এবং মোল্লাবাড়ির মৃত খুরশিদ মিয়ার ছেলে। তার সংসারে রয়েছে দুই শিশু পুত্র, একজনের বয়স ৭ বছর, অন্যজন দেড় বছর।
ঘটনার দিন দুপুরে মনিরের ভাই বাবুল মিয়ার স্ত্রী দুবেলা বেগম মাটির চুলায় রান্না করছিলেন। ধোঁয়া মনিরের ঘরে ঢুকে গেলে শুরু হয় তর্কাতর্কি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মনিরের বড় ভাই বাবুল এবং ভাতিজা শাওন একত্রে তার ওপর চড়াও হন। তারা লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে মনির গুরুতর আহত হন।
প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে বিকেলে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে:
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকিবুর রেজা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত বাংলাদেশে সংঘটিত একটি ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
অন্যান্য পত্রিকায় উল্লেখ হেডলাইন।
– যুগান্তর: “রান্নার ধোঁয়া নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন”
– বাংলাদেশ প্রতিদিন: “ব্রাহ্মণবাড়িয়ায় ধোঁয়া নিয়ে ঝগড়া, নিহত এক”
– সমকাল: “চুলার ধোঁয়া নিয়ে তর্ক, ভাই-ভাতিজার হাতে খুন মনির”
– মানবজমিন: “পরিবারের ঝগড়ায় প্রাণ গেল একজনের”
– ইনকিলাব: “পরিবারের মধ্যে সংঘর্ষে দিনমজুর নিহত”