রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এককালীন দাতা সদস্য হলেন চার প্রাক্তন শিক্ষার্থী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আসন্ন কমিটি নির্বাচনকে সামনে রেখে চারজন প্রাক্তন শিক্ষার্থী ৫০ হাজার টাকা জমা দিয়ে এককালীন দাতা সদস্যত্ব গ্রহণ করেছেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ উপলক্ষে চারজন প্রাক্তন শিক্ষার্থী এককালীন দাতা সদস্য হয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ২১ সেপ্টেম্বর আজীবন ও এককালীন দাতা হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলে তারা সাড়া দেন। পরে সোনালী ব্যাংক রায়পুর বাজার শাখায় প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জমা দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, যারা দাতা সদস্য হয়েছেন—

প্রথমজন হলেন রায়পুর সিংগুলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ। তিনি বর্তমানে বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি।

দ্বিতীয়জন একই গ্রামের নায়েব আলীর ছেলে মোহাম্মদ রহমত আলী, যিনি মাছ চাষে জাতীয় স্বর্ণপদক পেয়েছেন এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ছিলেন।

তৃতীয়জন রায়পুর গ্রামের রাখাল চন্দ্র দেবনাথের ছেলে রোটারিয়ান রতন চন্দ্র দেবনাথ। তিনিও অতীতে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ছিলেন।

চতুর্থজন সিংগুলা গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মোহাম্মদ আমিনুল হক, যিনি বর্তমানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষার প্রতি উৎসাহ জাগাবে। একই সঙ্গে তারা আশা করেন, নির্বাচনকে ঘিরে এ ধরনের অংশগ্রহণ বিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *