
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় একটি রেস্টুরেন্টে টিস্যু নিয়ে সৃষ্টি হওয়া বাকবিতণ্ডা শেষ পর্যন্ত ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষটি ঘটে সোমবার (৯ জুন) রাতের দিকে পাঠানপাড়া মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের পাশে গড়ে ওঠা বেশ কিছু রেস্টুরেন্টের মধ্যে ‘এরাবিয়ান ফুচকা হাউস’ নামের একটি প্রতিষ্ঠানে খাবার খাওয়ার পর কুট্রাপাড়া গ্রামের রাব্বি নামের এক যুবক টিস্যু চান। রেস্টুরেন্ট কর্মীরা জানান, টিস্যু শেষ হয়ে গেছে। এই ছোট ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কথাকাটাকাটি।
বিষয়টি মীমাংসায় রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমান এগিয়ে এলে উত্তেজনা আরও বাড়ে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই ঘটনা মুহূর্তে কুট্রাপাড়া ও পাঠানপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার জেরে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে। সংঘর্ষের সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে সরাইল-লাখাই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
পরবর্তীতে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।