
সাব-হেডলাইন:
ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব, জানালেন আমির খসরু
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
লন্ডন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনায় বসেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায়, যা শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।
এই বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে একটি স্ট্যাটাস দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান।
বৈঠক শেষে বিকেল ৪টা ৪ মিনিটে তার ভেরিফায়েড আইডিতে মারুফ কামাল লিখেন, “সমঝোতা হয়ে গেছে লন্ডন বৈঠকে।” তার স্ট্যাটাসের কমেন্টে অনেকেই “আলহামদুলিল্লাহ” মন্তব্য করেন। কেউ কেউ লিখেছেন, “ইনশাআল্লাহ, সুন্দর”, “আগামীর বাংলাদেশ দেখব”।
বিএনপির পক্ষ থেকে লন্ডনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আলোচনা হয়েছে এবং তারেক রহমান রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “ড. ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে সমঝোতার বার্তা”
– কালের কণ্ঠ: “লন্ডনে তারেক-ইউনূস বৈঠক, আলোচনায় নির্বাচন”
– যুগান্তর: “রোজার আগেই ভোট চায় বিএনপি, বললেন আমির খসরু”
– বাংলাদেশ প্রতিদিন: “তারেক রহমান ও ইউনূসের বৈঠকে অন্তর্বর্তী সরকারের আলোচনা”
– The Daily Star: “Tarique Rahman and Dr Yunus discuss interim govt in London meeting”