
সুষ্ঠু নির্বাচনের আগে বিচার ও সংস্কার সম্পন্নের দাবিতে সারোয়ার তুষারের কঠোর অবস্থান
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, “বিচার ও নির্বাচন পদ্ধতির সংস্কার অবশ্যই নির্বাচনের আগেই শেষ করতে হবে।”
শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশিত হয়। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারোয়ার তুষার এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন পদ্ধতির সংস্কার কিভাবে হবে, তা এখনও পরিষ্কার নয়। তার মতে, নতুন সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দিলে তা হবে ইতিহাস ও পদ্ধতির বিরুদ্ধে।
তুষার আরও বলেন, প্রধান উপদেষ্টার গণভোটের প্রস্তাব যেভাবে বাতিল করা হয়েছে, তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
তার ভাষায়, “সংসদ সংস্কার করবে না, বরং সংসদ গঠিত হবে সংস্কারের ভিত্তিতে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক রূপরেখা আমাদের এই বিষয়েই নির্দেশ করে।”
তিনি আরও বলেন, জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়নের জন্য আইনগত বাধ্যবাধকতা তৈরি করতে হবে। একই সঙ্গে ইসিকে পুনর্গঠনের মাধ্যমে সমতল নির্বাচনী মাঠ গড়ে তুলতে হবে।
তুষার সতর্ক করেন, এসব পদক্ষেপ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনের সময় নিয়ে আলোচনা অর্থহীন হতে পারে।
অন্যদিকে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে রমজানের আগেই নির্বাচন চেয়ে প্রস্তাব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, এপ্রিলের প্রথম ভাগের মধ্যে নির্বাচনের ঘোষণা আসতে পারে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরুর আগেও নির্বাচন আয়োজন সম্ভব। তবে এর জন্য বিচার ও সংস্কারে বাস্তব অগ্রগতি আবশ্যক।
📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “লন্ডনে তারেক-ইউনূস বৈঠক, তুষারের কঠোর মন্তব্য”
– বাংলাদেশ প্রতিদিন: “নির্বাচনের আগে সংস্কার, লন্ডন বৈঠকে নতুন বার্তা”
– কালের কণ্ঠ: “ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা”
– আমাদের সময়: “তুষার বললেন: সংসদ নয়, সংস্কার আগে”
– The Daily Star: “NCP calls for reforms before polls, questions EC neutrality”