শাহবাগে মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর শাহবাগে গাঁজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ১৮ বছরের মোবারক।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ঢাকা, বাংলাদেশ — রাজধানীর শাহবাগ এলাকায় মাদক সংক্রান্ত টাকার জন্য সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোবারক হোসেন (১৮) নামের এক যুবক। রবিবার সন্ধ্যায় শিশুপার্ক সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মোবারককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী লামিয়া আক্তার জান্নাত জানিয়েছেন, মোবারক শিশুপার্ক এলাকায় গাঁজা বিক্রির সাথে যুক্ত ছিলেন। তিনি নবী নামে এক স্থানীয় মাদকসেবীর কাছ থেকে গাঁজা বাকিতে এনে ব্যবসা করতেন। নবী মোবারকের কাছে পাওনা টাকা চাওয়ার পর সেই টাকা আদায় করতে রাতুল, রাজু এবং আরও তিনজনকে পাঠান।

সন্দেহভাজনরা মোবারককে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। লামিয়া বলেন, “আমি খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং শাহবাগ থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন:
– যুগান্তর: “শাহবাগে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত”
– বাংলাদেশ প্রতিদিন: “গাঁজার পাওনা টাকায় প্রাণ গেল যুবকের”
– সমকাল: “শিশুপার্কের পাশে ছুরিকাঘাতে যুবক খুন”
– মানবজমিন: “শাহবাগে মাদকের দ্বন্দ্বে রক্তপাত, নিহত মোবারক”
– বাংলাদেশ জার্নাল: “ছুরিকাঘাতে মোবারকের মৃত্যু, তদন্তে শাহবাগ থানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *