
৩০ শব্দের সাব হেডলাইন: রাজবাড়ীর পাংশা উপজেলার সমসপুরে জমি লিজ নিয়ে পাওনা টাকা না পেয়ে জামাতা দাউদ মন্ডল শ্বশুর সাইদুল প্রামানিককে গাছে বেঁধে নির্যাতন চালিয়ে পুলিশের হাতে আটক।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
রাজবাড়ীর পাংশা উপজেলায় জামাতা মো. দাউদ মন্ডল ও তার পরিবার পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শ্বশুর সাইদুল প্রামানিক জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন। জমি বুঝিয়ে না দেওয়ায় দাউদের পরিবারের পক্ষ থেকে টাকা ফেরত দাবি করা হয়।
সাইদুল এক মাস সময় নেন, কিন্তু ছয় বছর কেটে গেলেও টাকা ফেরত দেননি। এ নিয়ে জনপ্রতিনিধিদের সালিশ বৈঠকেও সমস্যা মিটে না।
আজ সকালে দাউদ মন্ডল তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালান। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইদুলকে উদ্ধার করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্বশুরকে উদ্ধার করেছে এবং জামাতাসহ তিনজনকে আটক করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
📰 অন্যান্যপত্রিকার হেডলাইন
প্রথম আলো: “পাওনা টাকা না দেওয়ায় শ্বশুরকে গাছে বেঁধে মারধর”
দ্যা ডেইলি ইত্তেফাক: “পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটালেন জামাই”
ঢাকা ট্রিবিউন: “‘পাওনা টাকা না পেয়ে’ শ্বশুরকে গাছে বেঁধে পেটালেন জামাই”