
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী এলাকায় স্বামীর প্রতি অভিমানে নিজের জীবন শেষ করেছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটে রোববার (৮ জুন) দুপুর আনুমানিক দেড়টার সময়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকায়, আইস ফ্যাক্টরি রোডের একটি ভাড়া বাসার শয়নকক্ষে।
জানা যায়, আত্মহত্যা করা ওই নারীর নাম বিলকিস আক্তার (২৭)। তিনি একজন সিএনজি অটোরিকশা চালক মো. জাহেদের স্ত্রী। দম্পতির বসবাস ছিলো পূর্ব গোমদণ্ডী এলাকায়। বিলকিসের বাবার বাড়ি একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
চার মাস আগে বিলকিস আক্তার ও মো. জাহেদের বিয়ে হয়। বিলকিসের বাবা, রিকশাচালক আবু সৈয়দ, জানান—ঈদের জন্য শ্বশুরবাড়িতে ছাগল পাঠাতে না পারায় মেয়ে মন খারাপ করে থাকত। এ নিয়েই তাকে নানা রকম কথাও শুনতে হয়। তিনি বলেন, “আমি যথাসাধ্য চেষ্টা করেছি জামাইকে সহযোগিতা করতে, কিন্তু এবার কোরবানির ছাগল দিতে পারিনি। এরপর থেকেই মেয়ে অনেক ভেঙে পড়ে। সে এমনিতেই খুব আবেগপ্রবণ ছিল—বাবা-মা নিয়ে কেউ কিছু বললে সহ্য করতে পারত না।”
ঘটনার সময় স্বামী জাহেদ ফোন করে বিলকিসের বড় ভাই মো. জাবেদকে জানান, বিলকিস নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে বিলকিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক মো. আলী বিন কাসিম জানান, চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিলকিসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।