
দাউদকান্দির ইলিয়টগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন সুপরিচিত ইসলামী আলেম ও রহমানিয়া কাফেলা বাংলাদেশের মহাসচিব মাওলানা মো. জাকির হোসেন মুজাহিদী।
মাসুম বিন ইদ্রিস,কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘটিত সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা জাকির হোসেন মুজাহিদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত মাওলানা জাকির হোসেন মুজাহিদী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদৈল গ্রামের সন্তান। তিনি চান্দিনা উপজেলার তীরচর আলিম মাদ্রাসায় মুদাররিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি বানিয়াপাড়া দরবার শরীফের মুবাল্লিগ এবং রহমানিয়া কাফেলা বাংলাদেশের মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বানিয়াপাড়া দরবার শরীফের পীর ও রহমানিয়া কাফেলা বাংলাদেশের আমির আল্লামা আবু বকর সিদ্দিক আল কাসেমী গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।