
ছাত্রনেতা সাজিদ হাসানের পেটে ও পায়ে গুলি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে খুলনার ময়লাপোতা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক এস এম সাজিদ হাসান। রোববার রাত প্রায় পৌনে ৯টার দিকে হোটেল আলী কদরের সামনের সড়কে এই হামলা ঘটে।
পুলিশ জানায়, সাজিদের পেটে ও পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা এলাকার বাসিন্দা এবং মৃত এস এস জাহিদ আলীর ছেলে। তিনি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় সাজিদ ও তাঁর বন্ধু হাসান রিকশায় করে শিববাড়ী মোড় থেকে বাগমারার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ময়লাপোতা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাঁদের পেছন থেকে ধাওয়া করে।
পুলিশ আরও জানায়, সাজিদ দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন:
– যুগান্তর: “খুলনায় গুলিবিদ্ধ ছাত্রনেতা সাজিদ হাসান, ঢাকায় পাঠানো হয়েছে”
– বাংলাদেশ প্রতিদিন: “ময়লাপোতায় ছাত্রনেতার ওপর সন্ত্রাসী হামলা”
– সময় নিউজ: “সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্র আন্দোলনের নেতা সাজিদ”
– নিউজবাংলা: “খুলনায় গুলিবিদ্ধ ছাত্রনেতা, ঢাকায় চিকিৎসাধীন”
– সারাবাংলা: “ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি, পায়ে ও পেটে আঘাত”