
সাতক্ষীরার দেবহাটায় তিন যুবক অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবি করলে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
সাতক্ষীরা, বাংলাদেশ — সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার বিকেলে বিসমিল্লাহ ব্রিকসের মালিক গোলাম রব্বানীর বাড়িতে এই ঘটনা ঘটে।
গোলাম রব্বানী জানান, বিকেলে পাঁচজন যুবক অস্ত্র হাতে তার বাড়িতে প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে বেধড়ক মারধর করে। জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন তাকে ধাওয়া করে। এরপর আশপাশের মানুষ এসে তিনজনকে ধরে গণধোলাই দেয়।
আটক ব্যক্তিরা হলেন —
১. নাহিদ হাসান (পিতা: আব্দুল আনিস), বহেরা গ্রাম, দেবহাটা
২. আব্দুর রহিম (পিতা: আফতাব মোড়ল), কৈখালী গ্রাম, শ্যামনগর
৩. আব্দুর রহমান (পিতা: আব্দুর রফিক), আশাশুনি উপজেলা সদর
পরে সেনাসদস্যরা এসে তিনজনকে নিয়ে যায় এবং গভীর রাতে দেবহাটা থানায় সোপর্দ করে।
এ বিষয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ ফিরোজ বলেন, গোলাম রব্বানী আওয়ামী লীগের সক্রিয় কর্মী। অভিযুক্তরা তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানিয়েছেন, সেনাসদস্যরা রাতেই তিনজনকে থানায় সোপর্দ করেছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “চাঁদা দাবি করে গণধোলাইয়ের শিকার, সেনাবাহিনীর হাতে তুলে দিল গ্রামবাসী”
– কালের কণ্ঠ: “সাতক্ষীরায় সমন্বয়কের ছদ্মবেশে চাঁদা চেয়ে গণপিটুনি, আটক ৩”
– যুগান্তর: “সাতক্ষীরায় অস্ত্র হাতে চাঁদা দাবি, গ্রামবাসীর গণধোলাই”
– মানবজমিন: “দেবহাটায় চাঁদা চাওয়ায় গণধোলাই, সেনাবাহিনীর হাতে তুলে দিল জনতা”
– বাংলাদেশ প্রতিদিন: “আতঙ্ক ছড়াতে চাঁদা দাবি, তিন যুবক ধরা পড়লো গ্রামবাসীর হাতে”
– সমকাল: “চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের পর আটক ৩”
– ইত্তেফাক: “দেবহাটায় চাঁদা দাবি করে পিটুনি, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া”
– The Daily Star: “Three youths beaten, handed to army for extortion attempt”
– New Age: “Villagers beat and hand over trio for attempted extortion in Satkhira”
– Dhaka Tribune: “Extortion bid foiled in Satkhira, villagers catch and hand over men to army”