সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বাবা-মেয়ের

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ঈদের ছুটিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন বাবা ও তার কন্যা। পরিবারের সঙ্গে গ্রামে বেড়াতে গিয়ে পুকুরে সাঁতার শেখাতে গিয়ে নিজেই প্রাণ হারান বাবুল আহমেদ বাবু নামের এক ব্যক্তি। পানিতে তলিয়ে যাওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও ডুবে যান।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে সোমবার বিকেলে, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে। পুলিশ জানায়, পানিতে উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাণ হারানো বাবার নাম বাবুল আহমেদ বাবু, বয়স ছিল ৬০ বছর। তাঁর মেয়ে হালিমা মোহাম্মদ (১৮) ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। চার ভাইবোনের মধ্যে হালিমা ছিলেন দ্বিতীয়।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ মিয়া জানিয়েছেন, বাবুল দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। তার চার সন্তানই সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। গ্রামের বাড়ির কাছেই মানিকসিংহ এলাকায় রয়েছে তাঁর ‘বাবু ব্রিকস’ নামের একটি ইটভাটা।

ঘটনার বিবরণে আজাদ মিয়া জানান, ঈদের ছুটিতে চার থেকে পাঁচ দিন আগে পরিবারের সবাই মিলে গ্রামে আসেন। হালিমা সাঁতার জানত না। বিকেলে পুকুরে একটি টিউব নিয়ে তাকে সাঁতার শেখাচ্ছিলেন বাবুল। হঠাৎ টিউব থেকে হাত ছুটে গেলে হালিমা পানিতে ডুবে যেতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা তার মা চিৎকার শুরু করলে বাবুল দ্রুত মেয়েকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই পানির বাইরে উঠতে পারেননি।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে টানা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাদের দুজনকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *