সাংবাদিকরা চেষ্টা করছেন এনসিপির সমাবেশে বেশি লোক দেখাতে: রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে লোক সমাগম বেশি দেখাতে সাংবাদিক ও ক্যামেরাম্যানরা সচেষ্ট— এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দলটি কয়েক মাস আগে গঠিত হয়েছে এবং এখনই নিজেদের সংগঠিত করার কাজ শুরু করেছে। গণসংযোগে নেমেছে এবং তাদের কার্যক্রম ধীরে ধীরে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় আসতে শুরু করেছে।

রুমিন অভিযোগ করেন, সাংবাদিক ও ক্যামেরা ম্যানরা আপ্রাণ চেষ্টা করছেন কীভাবে এসব সমাবেশে বেশি লোক দেখানো যায়। রোববার রাতে যমুনা টেলিভিশনের “রাজনীতি” নামক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি নিজেও জনসভা করি, তাই বুঝি কীভাবে লোকসংখ্যা বেশি দেখানোর চেষ্টা করা হয়। ক্যামেরার অ্যাঙ্গেল এমনভাবে ঠিক করা হয় এবং ফোকাস এমনভাবে দেওয়া হয়, যেন মনে হয় অসংখ্য মানুষের ভিড়। অথচ বাস্তবে সংখ্যা এতটা নয়। এমনকি পেছনের রিকশাগুলোও ক্যামেরায় দেখা যায়।”

আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা বলেন, “৩২ নম্বর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা হয়েছে। এ নিয়ে কথা বললে অনেকে আমার পেছনে লাগবে। লাগুক, তাতে কিছু যায় আসে না।”

তিনি আরও বলেন, “২৪ + ২৪ = ৪৮ ঘণ্টা ধরে ৩২ নম্বর ভাঙা হয়েছে। এটি একটি ভয়ানক রকমের মববাজি। সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, নাচানাচিও হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।”

অন্য পত্রিকার হেডলাইন:

১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি: রুমিন ফারহানা – The Daily Ittefaq

এনসিপিকে ইঙ্গিত করে যা বললেন রুমিন ফারহানা – lastnewsbd

এনসিপি ১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি: রুমিন ফারহানা | Barta Bazar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *