
স্বল্প বিনিয়োগ ও মোবাইল ফোন দিয়েই শুরু করা যায় এমন ১০টি এআই-সহায়ক বাস্তব ও হাইব্রিড ব্যবসা, যা বাংলাদেশের গ্রাম ও শহরের সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারে।
New Dhaka Times: Desk Report
বাংলাদেশ, ৮ জুলাই ২০২৫: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু বিদেশি কোম্পানির বিলাসী টুল নয়। এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাধারণ মানুষও গড়ে তুলছে নতুন ধরনের ব্যবসা, যা একদিকে সহজ, অন্যদিকে লাভজনক। মোবাইল ফোন, কিছু বিনামূল্যে পাওয়া অ্যাপ এবং সামান্য দক্ষতা দিয়েই শুরু করা যাচ্ছে এমন ১০টি ব্যবসার তালিকা দিয়েছে প্রযুক্তি বিশ্লেষকরা।
এইসব ব্যবসায় এআই টুল ব্যবহৃত হলেও, পুরো কাজটি একেবারে ভার্চুয়াল নয়—বরং হাইব্রিড। অর্থাৎ বাস্তব জীবনের প্রয়োগের সঙ্গে অনলাইন সাহায্যে কাজ সহজ করে ফেলা সম্ভব হচ্ছে। এমনকি যারা প্রযুক্তিতে একদম নতুন, তারাও খুব অল্প সময়েই শিখে এইসব উদ্যোগ শুরু করতে পারে।
নিচে এআই-সহায়ক সাধারণ ১০টি ব্যবসা দেওয়া হলো—
১. পাসপোর্ট/ছবি এডিটিং সার্ভিস:
মোবাইল অ্যাপ ব্যবহার করে পাসপোর্ট সাইজ ছবি, পরিচ্ছন্ন মুখের ছবি বা প্রোফাইল পিকচারের কাজ এখন অনেক সহজ। আপনি চাইলে দোকান ছাড়াই গ্রামে বা বাসায় থেকেই এই সেবা দিতে পারেন।
২. ফেসবুক পোস্ট ডিজাইন (লোকাল ব্যবসার জন্য):
আপনার এলাকায় দোকানগুলোর জন্য Canva বা Bing AI দিয়ে ডিজাইন করে পোস্ট বানিয়ে দিন। এক পোস্টেই আয় হতে পারে ২০০–৫০০ টাকা।
৩. ভিডিও স্টুডিও ঘরে বসেই:
CapCut বা VN অ্যাপ ব্যবহার করে AI টুলের সহায়তায় ভিডিও সম্পাদনা করে দোকান, ছাত্র, শিক্ষক বা কনটেন্ট ক্রিয়েটরদের সেবা দিন।
৪. ছোট ব্যবসার জন্য চ্যাটবট বানানো:
Facebook পেইজ চালানো দোকানিদের জন্য সহজ অটো-রিপ্লাই বট বানিয়ে দিন। একবার বানিয়ে দিয়েও মাসিক আয় করা যায়।
৫. AI-সহায়তায় মোবাইল কোচিং ক্লাস:
স্কুল-কলেজের ছাত্রদের প্রশ্ন সমাধান, ক্লাস টিউশন—সবই সম্ভব মোবাইল দিয়ে AI-সহায়তায়। শুধু শুরু করতে হবে।
৬. বিজ্ঞাপন লেখার সেবা:
এআই দিয়ে সুন্দর বিজ্ঞাপন কনটেন্ট তৈরি করে দিতে পারেন ছোট ব্যবসার জন্য। ‘পোস্ট কী লিখব’—এই সমস্যার সহজ সমাধান।
৭. ডিজিটাল প্রিন্টিং এর জন্য ডিজাইন বানানো:
চা দোকান, ব্যাটারির দোকান, কাবাব দোকানের মেনু, ফেস্টুন বা ব্যানার ডিজাইন করে প্রিন্টারদের সাথে কাজ শুরু করুন।
৮. ভিডিও ভয়েসওভার সার্ভিস:
AI ভয়েস দিয়ে যেকোনো ভিডিওর জন্য ভয়েসওভার দিন। যারা নিজে কথা বলতে চায় না, তাদের জন্য বড় সমাধান।
৯. AI ব্লগ লেখক হিসেবে কাজ:
ChatGPT, Smodin, বা Notion AI ব্যবহার করে নিজের বা অন্যের জন্য ব্লগ/নিউজ লেখা শুরু করুন। প্রচুর চাহিদা রয়েছে।
১০. ‘AI শেখানোর দোকান’—বাসায় বা দোকানে:
আপনি যদি নিজে ৫–৬টি সহজ AI টুল ব্যবহার শিখে ফেলেন, তাহলে বাসাতেই ২-৩ জন করে শেখানো শুরু করতে পারেন। বাড়তি ইনকামের সুযোগ।