সাবেক এমপি এ কে আজাদের বাড়িতে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাম জোটের তীব্র প্রতিক্রিয়া

বাম গণতান্ত্রিক জোটের নেতারা সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে সাবেক সংসদ সদস্য ও হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে হামলা এবং চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রাম থানায় দলীয় পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাম গণতান্ত্রিক জোট তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

গতকাল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব ঘটনাকে পরিকল্পিত ‘মব সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা মব সন্ত্রাসকে উসকে দিচ্ছে। তাঁরা বলেন, অভ্যুত্থানের পর থেকে মাজার, বাউল আখড়া, আদিবাসী ও ভিন্নমতের মানুষদের ওপর হামলা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ম্যুরাল ভাঙার মতো ঘটনায় একটি ভয়াবহ সংস্কৃতি প্রতিষ্ঠা পাচ্ছে।

তাঁরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, যেভাবে মবকে প্রেশার গ্রুপ বা গণআন্দোলনের সঙ্গে তুলনা করা হয়েছে, তাতে সন্দেহ তৈরি হচ্ছে—সরকার কি মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে?

দেশের সংকট সমাধানে বিবৃতিতে দ্রুত মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা ও নির্বাচন আয়োজনের দাবি জানান বাম জোটের নেতারা।

অন্য পত্রিকার হেডলাইন:

প্রথম আলো: “সাবেক এমপি এ কে আজাদের বাড়িতে হামলা, বাম জোটের ক্ষোভ”

সমকাল: “পটিয়া ও পাটগ্রামে আসামি ছিনিয়ে নেওয়া, বাম জোটের উদ্বেগ”

নয়া দিগন্ত: “মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা দাবি বাম জোটের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *