সাবেক ছাত্রদল নেতাদের আটক: বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীতে গ্রেপ্তার

ফেনীর ছনুয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার; রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ফেনীর সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ছাত্রদলের সাবেক দুই নেতাকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ জুন) মধ্যরাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং রহমত উল্লাহ একই ইউনিয়নের সাবেক সদস্য। তারা দুজনই দমদমা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭.৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলি উদ্ধার করা হয়। পরে সোমবার (৩০ জুন) দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এদিকে, ছাত্রদলের ফেনী জেলা সভাপতি ছালেহ উদ্দিন মামুন বলেন, “আটক হওয়া নেতারা দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমে সম্পৃক্ত নন। তাদের এই আটক রাজনৈতিক প্রতিহিংসার অংশ কি-না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা দাবি জানাই, যেন তদন্ত সঠিকভাবে পরিচালিত হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।”


অন্য পত্রিকার হেডলাইন

প্রথম আলো: ফেনীতে ছাত্রদলের সাবেক দুই নেতা অস্ত্রসহ আটক

যুগান্তর: ফেনীতে ছাত্রদলের সাবেক দুই নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিদিন: ফেনীতে ছাত্রদলের সাবেক দুই নেতা অস্ত্রসহ আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *