সিনেমা স্টাইলে থানা ঘেরাও করে চাঁদাবাজদের ছিনিয়ে নিয়েছে বিএনপির কর্মীরা ৮ পুলিশ আহত

লালমনিরহাটের পাটগ্রামে চাঁদাবাজির অভিযোগে সাজাপ্রাপ্ত দুই বিএনপি কর্মীকে থানা থেকে ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা; এতে আহত হন ৮ পুলিশ সদস্য।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত দুই বিএনপি কর্মীকে থানা থেকে ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। এতে অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার (২ জুলাই) রাতে বুড়িমারী-রংপুর মহাসড়কের অ-বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় বেলাল হোসেন ও সোহেল রানা চপল নামে দুইজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। তাদের কাছ থেকে এক লাখ টাকার বেশি চাঁদার রসিদ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস তাদের এক মাসের কারাদণ্ড দিয়ে থানায় পাঠান।

এ খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা পাটগ্রাম থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। বিএনপি নেতাকর্মীরা থানায় ভাঙচুর চালিয়ে বেলাল ও সোহেলকে ছিনিয়ে নিয়ে যান।

সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, হামলাকারীরা থানার বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, ইজারাদার ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সূত্র ধরে এ অবস্থার সৃষ্টি হয়।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্য পত্রিকার হেডলাইন:

পাটগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

থানায় হামলা-ভাঙচুরের পর সাজাপ্রাপ্ত ২ আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০

থানা চত্ত্বরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২১, থানা ভাঙচুর

লালমনিরহাটে থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাই, পুলিশসহ আহত ২০

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ কর্মীর কারাদণ্ড, প্রতিবাদে থানা ভাঙচুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *